Top today
শীতের রাতে-1
(১)
বুড়ো কালে পেয়ার বাড়ে
জোয়ান কালে শুরু
শীতের কাঁপন করে আপন
গা ঘেষে শুয় বুড়ো।
(২)
দাদা দাদী আধা আধি
ভাগ করে শুয় কাথা
শীতের রাতে জড়াজড়ি
ভাবিস না ভাই যা তা।
(৩)
শীত এসেছে গীত ধরেছে
আমার বুড়ো দাদা
তিনটা লেপে শীত মানে না
দাদীর লাগি কাঁদা।
…………………………………………..