Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

আমি কুল হারা কলঙ্কিনী…..

: | : ১৬/০১/২০১৪

আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী’………..
প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া এ-কূল ও-কূল দুকূলই হারিয়েছেন।আর ওইদিকে  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তাঁরা কোনো ‘কূলই’ হারাননি। কূল হারিয়ে থাকলে আওয়ামী লীগই হারিয়েছে। কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন।

বাউল আবদুল করিম বেঁচে থাকলে হয়তো নতুন করে লিখতেন..
আমরা কুল হারা দুই কলঙ্কিনী
আমাগো কেউ ছোইয়ো না গো সজনী’………..

দেশকে ভালোবাসার খাঁটি মানুষ চাই। রাজনীতির বিষবাষ্প থেকে মুক্ত একটা প্রজন্ম চাই। যারা দেশটাকে ভালোবেসে এগিয়ে নিবে।
নয়তো কবি জ্ঞানদাসের লেখা সেই বিখ্যাত মর্মান্তিক খেদোক্তি আমাদেরকে শুনতে হবে বার বার :
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
অনলে পুড়িয়া গেল……

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top