Top today			
			স্বাধীনতায় কি পেলাম
লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে 
এই স্বাধীনতা কি চেয়েছিলাম ! 
পুড়বে মানুষ মরবে মানুষ পরে ও 
এমন স্বাধীনতা কেন পেয়েছিলাম । 
আজও হচ্ছে ধর্ষিত নারী 
ক্ষমতার মোহে বারং বার , 
আজও কুড়ায় পথ শিশু তেমনি 
জীবন বাঁচাতে করে কারবার । 
আজও মরে ধর্ষিত হয়ে নারী 
সবুজ ফসলের মাঠের শেষে , 
সকালের রোদে এলে কৃষক 
অনাকাঙ্ক্ষিত রুপ ওঠে ভেসে । 
এটাই কি সেই আমাদের স্বাধীনতা 
সন্তানের হাতে পিতা-মাতা হারান প্রাণ, 
ধর্ষিত হয় পিতার কাছে  অবুঝ শিশু 
বিবেকটাকে বিকিয়ে কেমনে রাখবে মান ।