Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বাধীনতায় কি পেলাম

: | : ১৭/০১/২০১৪

লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে
এই স্বাধীনতা কি চেয়েছিলাম !
পুড়বে মানুষ মরবে মানুষ পরে ও
এমন স্বাধীনতা কেন পেয়েছিলাম ।

আজও হচ্ছে ধর্ষিত নারী
ক্ষমতার মোহে বারং বার ,
আজও কুড়ায় পথ শিশু তেমনি
জীবন বাঁচাতে করে কারবার ।

আজও মরে ধর্ষিত হয়ে নারী
সবুজ ফসলের মাঠের শেষে ,
সকালের রোদে এলে কৃষক
অনাকাঙ্ক্ষিত রুপ ওঠে ভেসে ।

এটাই কি সেই আমাদের স্বাধীনতা
সন্তানের হাতে পিতা-মাতা হারান প্রাণ,
ধর্ষিত হয় পিতার কাছে  অবুঝ শিশু
বিবেকটাকে বিকিয়ে কেমনে রাখবে মান ।

 

********* সমাপ্ত *********
তারিখ :   ১৭-০১-২০১৪ ইং ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top