Top today
জীবন নাকি তাৎক্ষণিক !
জীবন নাকি তাৎক্ষণিক–
তবে কতবার চুম্বনে ভরে ছিল তোমার ওষ্ঠ ?
কতটা সবুজ মাঠ পেরিয়ে তোমার কদম্ব তল ?
প্রেমের সময়টা এমনি কি হয় ক্ষণিক ?
আলাপন ও দৃষ্টি বিনিময়ে
জীবনের কতটা গুটিয়েছে পাততাড়ি ?
সময় কখন কেমনে ফুরায় কে জানে !
আমি অনেক স্বপ্ন পেরিয়ে–আলোকিত অনেক রাত্রি ছাড়িয়ে
এখন স্বপ্নে ও স্মৃতিপথে বসে থাকার ক্ষণে…
এখন যেটুকু সময়ের স্মৃতিবিহঙ্গ,বাতাসের পাখায় উড়াল ডানা,
এখন অতল ঢেউ,বুকের উথলপাথল,হৃদয়ের সেই স্থান–
কাঁপনের হাজারো পংতিমালায়
যেখানে এক পাহাড় দুর্বলতা শুয়ে আছে,
মেঘের আঘাতে যদি বৃষ্টি নামে তবে এবেলা এসো
আবার শেষ বারের মত তোমার সান্নিধ্য কেড়ে নিই।