বিশ্রাম কাজেরই অঙ্গ
বিশ্রাম কাজেরই অঙ্গ
একই সঙ্গে পাতা
নয়নের অংশ যেন
নয়নেতে গাঁথা।
(রবীন্দ্রনাথের ক্ষনিকা থেকে)
বিশ্রাম কিছুক্ষন সবার জন্য
আজকের দিনটা
আমার তোমার চলন্তিকার সবার জন্য
আমার গল্পের যত ভূত প্রেত পিশাচ দের জন্য।
একদিনের জন্য সবাইকে ভয়ের রাজ্য থেকে
কঠিন কর্মজগত সরিয়ে
বিশ্রামের রাজত্বে আনতে চাই।
সরে যাও যত ভূত প্রেত পিশাচ
আজ মানুষের লোকালয় ছেড়ে
যাও ফিরে নিজ আবাসে
তোমাদের সমাধিস্থানে।
ভূত প্রেতের কাহিনী লিখতে লিখতে
এই দুইদিনে মাথার চুল অর্ধেক
নাই হয়ে গেছে।
আচ্ছা একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে
লিখালিখি বা মস্তিষ্কের কাজ বেশী করলে
মনে হয় চুল পড়তে থাকে।
না কথাটা মনে হয় ঠিক হলনা।
তাহলে রবীন্দ্রনাথ নজরুল দুইজনের
যে কেশবতী লম্বা ঝাকড়া চুলের বাহার।
না চুল পড়ার অনেক কারন আছে এটা ঠিক।
চুল পড়ার কারন মনে হয় বিবিধ গবেষনা যোগ্য।
আমি এই কয়টা কারন খুজে পেলাম।
১ টেনশনে চুল পড়ে
২ ঘুম কম হলে নাকি চুল পড়ে
৩ তেল ভাজাভূজি জাতীয় খাওয়ার বেশী
খেলে নাকি স্কিনের সাথে চুলের প্রবলেম হয়।
৪ হজমের প্রবলেমে চুল পড়ে।
৫ পর্যাপ্ত পরিমান বিশ্রামের অভাবে নাকি চুলের অযত্ন হয়।
তবে আমার ক্ষেত্রে সবচেয়ে বেশী দেখলাম লিখালিখা আর
বিশ্রামের অভাবে মনে হয় চুল পড়া শুরু করেছে সম্প্রতি।
তাই সিদ্ধান্ত নিয়েছি আমার চলন্তিকার সব বন্ধুদের আমার
বড়লেখা পড়ার হাত থেকে আজকে একদিন অন্তত রেহাই দিব।
তাছাড়া চিন্তা করলাম আমার ভূতপ্রেত গুলিও সমাধিস্থান
থেকে মানুষের লোকালয়ে আমার সঙ্গে দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত।
তোমরা সবাই ও (চলন্তিকার বন্ধু ও পাঠক) আমার বড় বড় লেখা পড়
আবার কমেন্টস করতে গিয়ে নিশ্চয় ক্লান্ত হয়ে পড়ছ ।বিরক্ত হয়ে পড়ছ।
সবাইকে একদিনের বিশ্রাম দেওয়া গেল।
তবে কালকে আসছি।
শনিবার রাত সব পিশাচ কে
কবরের ডালা খুলে বের করে দেওয়া হবে।
আজকের রাতের জন্য সবাই
অনেক সুখে থাক
শান্তিতে থাক
প্রিয়জনের সথে
ভালবাসায় শান্তিতে
মিলেমিশে থাক
আর আমার জন্য
বেশী বেশী বেশী
দোয়া করতে থাক।
শুভ রাত্রি -শুভ সকাল (যার যে সময় )।