Top today
“রঙ”
কালো রঙে আঁকিলাম চুল।
আঁকিলাম কান-দিলাম সাথে সোনার দুল।
নাক দিলাম আরও দিলাম দুধ সাদা হাত।
গলায় দিলাম রুপার হার নেই এতোটুকু খাত।
কালো পাপড়ি দিলাম চোখে টানি।
আঁকিলাম জল ভাসা চোখের মণি।
নেইল পলিশ রাঙ্গা লম্বা লম্বা আঙ্গুল।
আর আঁকিলাম চিকন কোমর ঢেকেছে কালো চুল।
একে একে আঁকিলাম সারা অঙ্গ।
দেখিলে ধ্যান হবে ভঙ্গ।
তবুও তুলি নিয়ে দুশ্চিন্তার ধ্যানে।
মনখানি আঁকিবো কোন্ কোণে?
কোন্ রঙ দিবো মন-এ?