Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্পেস-১৪(অংশ-৪)

: | : ১৮/০১/২০১৪

শ্রাবন্তী মুচকি হেসে বলে-তাহলে তো আমি সাধারণ কেউ নয়।
ফিকও হেসে বলে-সাধারণ কেউ নও,অতি সাধারণ একজন মানুষ।সেটা কিন্তু আগেই বলেছি।
-বোধহয় বলেছেন,ঠিক খেয়াল নেই।
-তোমাকে একটা বিস্ময়কর তথ্য দেয়।প্রত্যেক মানুষের তেশজোড়া ক্রোমসোম থাকে।কিন্তু পৃথিবীতে তুমিই একমাত্র মানুষ যার একজোড়া বেশি ক্রোমসোম আছে।বিজ্ঞানীরা জোর গবেষণা চালাচ্ছে।কিন্তু কোন কূলকিনারা খুঁজে পাচ্ছে না-এই বাড়তি ক্রোমসোম কোথা হতে এল,বের করার জন্য।
শ্রাবন্তী বুঝতে পারল,তার মধ্যে সব মানুষের থেকে একটা জিনিস ভিন্ন আছে।এই জিনিসটা যে কি,তা বুঝতে পারছে না।কোনদিন নাম শুনেছে কিনা মনে পড়ে না।
-ক্রোমসোমটা কি?
-বাবা মায়ের বৈশিষ্ট্য…
-থাক থাক ওসব জ্ঞানের কথা শুনতে ইচ্ছে করছে না।এর থেকে আরও চমক আছে কিনা,বলুন।
-থাক,অন্যসময় বলব।
-আরে বলেন না?
-এখন উঠি।গান শুনতে ইচ্ছে করছে।
এই বলে ফিক রুম হতে বের হল।কানে লাগাল সাদা রংয়ের হেডফোন।অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে,মজা পাচ্ছে।এই বুঝি নাচানাচি শুরু করবে।
শ্রাবন্তীর অনিকেতের কথা বারবার মনে হচ্ছে।ছেলেটা তাকে নিয়ে একটি প্রেমের উপন্যাস লিখেছিল।ফেসবুকে ম্যাসেজের সাথে এ্যাটাচ করেও দিয়েছিল।পড়া হয় নি।ইচ্ছে হয় নি।কি বুঝে গাধাটা, যে উপন্যাস লিখে?তা আবার ভাব ধরা ম্যাসেজ লিখে পাঠিয়েছে।
ডেয়ার রেসপেকটেড শ্রাবন্তী আপু,
মেঘের সাথে তুমি আর আমি, নামে একটা নভেল লিখেছি।এই নভেলটা আপনার,আমার ও আপনার বড় ভাইয়ের বাস্তবতা নিয়ে লেখা।আর বাকিটুক আমার কল্পনা।ভাল লাগলে পড়বেন,না লাগলে ডিলিট করে দিবেন।হাতের কাছে অপছন্দের জিনিস যত কম থাকে ততই ভাল।আমার সালাম নিবেন।
এমন চ্যাটাং ম্যাসেজ দেখে আর পড়তে ইচ্ছে হল না।আরে বাবা,আমি কি বলেছি উপন্যাসটা আমাকে পাঠাও?নিজেই পাঠিয়ে নিজেই আবার চ্যাটাং ম্যাসেজ পাঠিয়ে দিচ্ছ।আবার প্রথমেই লিখেছে ডেয়ার রেসপেকটেড শ্রাবন্তী আপু,যেন বয়সে তার থেকে বড়।অথচ ছেলেটা চার বছরের বড়।বেশিও হতে পারে।ইস,মোবাইলটা থাকলে চ্যাট করা যেত।কে কে অনলাইনে আছে বেশ জানতে ইচ্ছে হচ্ছে।কেন জানি উপন্যাসটাও পড়তে বেশ ইচ্ছে।কি লিখেছে উপন্যাসে,কে জানে?রুম হতে বের হল।নভোযানটা ভাল করে দেখবে তাই।একটা বড়সড় স্টেডিয়ামের সমানতো হবেই।
-এই মেয়ে,এই দিকে?
দেখল মধ্যবয়সী একটি মেয়ে ডাকছে।
-কথা কানে যায় না,তোমাকেই ডাকছি।এইদিকে আস।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top