Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ইচ্ছা অনিচ্ছা সুখ ।

: | : ১৯/০১/২০১৪

ইচ্ছা অনিচ্ছা জীবনের সম্ভব অসম্ভব ভাবনা আর বাস্তবতা মানুষকে সব সময়ই নিজ হতে দূরে সরিয়ে রাখে । মানুষ শত ইচ্ছে করলেও তার সমস্ত ফেলে নিজেকে নিয়ে সুখী হতে পারে না । বরং সকলকে নিয়ে অসুখী হওয়ার যে ঘোরতর চেষ্টা তাতে কোন ক্লান্তি নেই । অবশ্য এই অসুখী হওয়ার যে সুখ তাও কম নয় । হৃদয়ের কাছে প্রানের নিয়ত উষ্ঞ নিঃশ্বাসের যে আকুলতা তাকে অস্বীকার করার মতো অস্বাভাবিক ভয়ংকর যোগ্যতা আমাদের মতো মানুষের নেই বলেই আমরা আমাদের সমস্ত পারিপার্শ্বিকতা নিয়ে অসুখ সুখে ভুগি । আর এই সুখ বিলাসিতা সমস্তই সজ্ঞানে তা নয় । বরং আমাদের সমাজে তা অধিকাংশই পূর্বপুরুষ দ্বারা সুপ্রতিষ্ঠিত ।

 

…………নিঃশব্দ নাগরিক

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top