Top today
ইচ্ছে হলেই আসতে পারো
আমার মনের ত্রিসীমানায় তুমি যখন খুশি আসতে পার
তোমার জন্য একটা অবারিত আকাশ রেখেছি আমি
যার এককোণায় রেখেছি বৃষ্টি যাতে তুমি মনের মতো নাইতে পার
এক পাশে রেখেছি সকালের মিঠে রোদ তুমি খোলা পিঠে বসতে পার
আর একপাশে রেখেছি আমার লোমশ বুকের ভালোবাসা
ইচ্ছে হলে মাথা রেখে ঘুমাতে পারো।
আমার মনের ত্রিসীমানায় যখন খুশি তুমি আসতে পার
এখানে বাঁধা ধরার নিয়ম নেই
রাজনৈতিক হত্যা নেই, হরতাল নেই, অবরোধ নেই, গুম নেই
তুমি যখন খুশি আসতে পার।