Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ব্যবধান থেকেই যায়…

: | : ১৯/০১/২০১৪

রাত ফুরায় দিন আসে..
ভেজা ঘাস ভেজা পাতা শুকোয়,
ভিজে শীতল আবার রাতের শিশিরে..
একটু করে ঝরছে পাতারা ঝিরঝির বায়ে;
গাছের নিচে ভেজা ঘাসে এলোপাথারি
লাল সবুজ হলুদ পাতার গালিছা..
আনমনে বসে পড়া হয় কখনো;
রাতের কুয়াশায় ভেজা পাতার স্পর্শে
খালি পায়ে জাগায় অনন্ত সুখ…
ঝরে পড়া পাতা শুকায়ে মর্মর ক্রমশ:
অপেক্ষায় থাকা হয় বিষ্ময়ী ঋতুর
একটি বসন্তদিনের খোঁজে…
একা বসন্ত খুঁজি আর তুমি পড়ে রও সেই
শীতে নেতিয়ে পড়া রাত্তিরের আলিঙ্গনে;
পঞ্চম আর ষষ্ঠ প্রহরের অনন্ত ব্যবধানটা থেকেই যায়।

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/q77/s720x720/1607058_754251521269266_1666042359_n.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top