সীমাবদ্ধতা
অসীম সীমাবদ্ধতায় জীবন বাঁধা
চাইলেই কি আর মুক্তি পাওয়া….
ভালোবাসার সীমাবদ্ধতা,
জীবনবোধের সীমাবদধাতা
সীমাবদ্ধতা নিজেকে ছারিয়ে যাওয়ার
কখনও কখনও না পাওয়ার…
সীমাবদ্ধতায় জীবন ঘেরা…।
অসীম সীমাবদ্ধতায় জীবন বাঁধা
চাইলেই কি আর মুক্তি পাওয়া….
তোমাকে না পাওয়ায় সীমাবদ্ধতা,
অর্থের সীমাবদ্ধতায়
অচলভাবে জীবনের স্বাদ মেটানোর চাওয়া ।
সীমাবদ্ধতার অসহ্যতায়
জীবনের তাল হারিয়ে
সময়ের গহীনে লুকিয়ে যাওয়া,
পিছু না ছাড়া তবু সীমাবদ্ধতা….।
অসীম সীমাবদ্ধতায় জীবন বাঁধা
চাইলেই কি আর মুক্তি পাওয়া….
জীবনের রংয়ে সীমাবদধতা,
একটা ছোট্ট আবদার মেটানোর
না পারার সীমাবদ্ধতা….,
কঠিনের কাছে হার মেনে
বার বার এক স্থানে দাড়িয়েঁ থাকা
তবুও বহমান জীবন চলা….।
অসীম সীমাবদ্ধতায় জীবন বাঁধা
চাইলেই কি আর মুক্তি পাওয়া….
স্বাধীনতায় সীমাবদ্ধতা,
মুক্ত আকাশে ভেসে বেড়ানোর সীমাবদ্ধতা
সীমাবদ্ধতা হারিয়ে যাওয়ায়
জীবন থেকে অনেক দূরে
ভাবনাগুলো আকরে ধরে
সীমাবদ্ধতার শিকল দিয়ে….।
অসীম সীমাবদ্ধতায় জীবন বাঁধা
চাইলেই কি আর মুক্তি পাওয়া….
তবুও না পেরে এগিয়ে যাওয়া
স্বপ্নগুলো পাখা মেলে
জীবনকে রং লাগিয়ে
একটু খানি বাঁচার আশা জাগিয়ে রাখা
সীমাবদধতাকে জয় করার তীব্র আশা ।
সাঈদ চৌধুরী ( রচনাকাল : রাত ১১টা ১৭.০১.২০১৪ইং)