Top today
Adhkhana chand
তারপরের গল্পে আধখানা চাঁদ ,
একটি পেঁচার সহাবস্থান
দীর্ঘরাত্রি অনিদ্রা চোখে
হেমলক পান |
বাতাসের তীব্র শরীরী স্পর্শে
পুরনো খেলা ,
ছেলেবেলা
নিস্সঙ্গ ফানুস উড়ায়
সে ছিল কেমন রাখালিয়া দিন
শৈশবের চড়াই !
তারপর তো মরিচিকার পথে
ছোটা
বিমুগ্ধ বালিকার চোখে
কিশোর হয়ে ওঠা |
স্বপ্নে দেখা
ছবিগুলো
এলবামে চেপে রাখা |
তারপর
একাপথ চলে যায়
সোজা
শুধু আধখানা চাঁদ খোজা |
আধখানা চাঁদ — গোলাম রাশিদ