Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

Imagination is more important than reality

: | : ১৯/০১/২০১৪

-বস,একটা বাণী দেন।
বস কোন কথা না বলে ভাবতে থাকে।
-মিলোভা কই?
-বস সেতো আপনারে ডিভোর্স দিয়েছে।
-ডিভোর্স দিয়েছি মানে,এর মাঝে কবে ডিভোর্স হল?
আমি মুচকি হেসে বললাম-নোবেল প্রাইজের টাকাটাও সেই জন্যই তো দিয়ে দিলেন।
এইবার আমার দিকে কড়া চোখে তাকাল।বলল-এমন করে গাধার মতন সবসময় হাসবে না।
এই বলে বায়োলিনটা বের করে।বায়োলিনটা চেয়ারের উপরের রেখে বাইরের দিকে তাকায়।রাতের মায়াবী আকাশ।আকাশে মস্তবড় রূপালী চাঁদ।পূর্ণিমা হবে বোধহয়।
-বস,একটা কবিতা লিখে ফেলেন।এই আবেগটা কাজে লাগান।তাহলে মস্তবড় বিজ্ঞানীর সাথে মস্তবড় কবিও হয়ে যাবেন।
বসের কোন ভাবান্তর হল না।একমনে চাঁদের দিকে তাকিয়ে আছেন।যেন মেডিটেশন করছে।
-বস,এলিসা কেমন আছে?
-এই সময় ডিস্টার্ব করবে না।এখন গভীর ভাবনায় আছি।আর এলিসাটা কে,সে কেমন আছে,আমি কিভাবে জানব?
-বস আপনিতো সব ভুলে বসে আছেন।মেয়েটা আপনার দ্বিতীয় বউ।
-ভুলে যাওয়া খারাপ কিছু না।আর এটাতো আমার দোষ না।মাথার ম্যামেরি সেলের দোষ।
পনেরো বিশ মিনিট পর।আমি বসে বসে কোন কাজ না পেয়ে একটা বাঁশি বাজাতে লাগালাম।বাঁশির শব্দ শুনে মোহিতা সামনে এসে দাঁড়াল।আমার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে আছে।যেন বাঁশির সুরে একেবারে মুগ্ধ।
-তুমি বাঁশি বাজাতে শিখলে কবে?
-আজকে।
-কখন?
-কিছুক্ষণ আগে।
-কার কাছ হতে?
-বসের কাছ হতে।
-বসটা আবার কে?
-বস।
মোহিতা কিছুটা রেগে বলল-উনারতো একটা নাম আছে।
-আইনস্টাইন।
মোহিতা বিরক্ত হয়ে বলল-সবসময় ফাজলামি ভাল লাগে না।
-ফাজলামি কই করলাম?
-তিনি কি স্বর্গ হতে নেমে এসেছেন?
-সত্যিই তাই,গড তাকে কিছুক্ষণ ছুটি দিয়েছেন পৃথিবীকে দেখার জন্য।ঐ যে উনি।
মোহিতা সামনে এগোবে।আমি মোহিতার হাত ধরে বলি-এখনতো যাওয়া যাবে না।বস এখন গভীর ভাবনায় আছেন।সময় হলে তোমায় ডাকব।
মোহিতার আর সহ্য হচ্ছে না।বারবার ঘরের এদিক ওদিক ঘুরাফেরা করছে।
-উনি ভাবনা হতে কখন উঠবেন?
-এসব মানুষ নিয়ে কিছু বলা যায় না।কখন উঠবেন উনি নিজেও জানেন না।
-এলিসা আপু এসেছেন।
-এসেছেন,তবে উনি আকাশে উড়ে বেড়াচ্ছেন।তার আবার ঘরের ভিতর নাকি দম বন্ধ হয়ে আসে।
বস ঘরের ভিতর ঢুকেন।মোহিতা অবাক হয়ে তাকিয়ে আছে।কিছুটা কাঁপছে।
-আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি?
-না।এমনিতে জ্বালায় আছি।একবার ডিভোর্স খেয়েছি।আরেকবার খেতে চাই না।
-আমি বুঝতে পারছি না,স্বপ্ন না বাস্তবে আছি।
-এত বুঝার দরকার নেই।বেশি বুঝলেই ঝামেলা।
আমি বললাম-বস এসব বাদ দেন।বস এবার তাহলে একটা বাণী দেন।
বস আমার দিকে তাকিয়ে বললেন-Imagination is more important than knowledge.
-এটাতো অনেক আগেই দিয়েছেন।নতুন কিছু না হলে কিছুটা মোডিফিকেশন করেন।
-Imagination is more important than reality.
বাহ,আমার কাছে বেশ লাগল।আশেপাশে তাকাতেই দেখি বস আর নেই।মোহিতাও।আমি ঘোরের মধ্যে পড়ে গেলাম।হাতের কাছে কিছু বেলুন দেখতে পেলাম।বেলুনে ফু দিতেই মনে পড়ল আজ মোহিতার জন্মদিন।মনে মনে বললাম,শুভ জন্মদিন মোহিতা।এই চমৎকার মেয়েটি কেমন আছে,কে জানে?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top