Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

একগুচ্ছ গোলাপ

: | : ২০/০১/২০১৪

দৃষ্টি খুঁজে চেনা মুখ

কুয়াশা ঠেলে অল্প আলো,

স্মৃতিরা আজ ছুটছে শুধু

অজানা সেই স্বপ্ন ছুঁতে।

 

সেই দুপুর এখনো একা

ক্লান্তিতে তার শরীর ভেজা,

সকাল তবুও আঁধার ঠেলে

স্বপ্ন দেখায় স্মৃতির কোলে।

 

অল্প মেঘের বৃষ্টির স্রোতে

নদীর বুকে সাগর হারায়,

অপূরণে আশার বুকের

শত-ক্ষত বেদনা ছড়ায়।

 

একলা সময় একলা পথিক

একনয়নে ছবির তরে,

অপেক্ষাও যায় ফুরিয়ে

শুকিয়ে শেষ একগুচ্ছ গোলাপ।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top