Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

খুনের মহড়া

: | : ২০/০১/২০১৪

সৃষ্টিকর্তাদের অদ্ভুৎ ধরনের ইচ্ছা থাকে,
যেমন তারা নিজের সৃষ্টিকেই মারে।
তারা সৃজনে যেমন আনন্দ পায়,
মেরেও আনন্দ পায়।

আমারও তেমন সাধ হয়।
মাঝে মাঝে রক্তের সাধ জাগে,
মাঝে মাঝে নিজের সৃষ্টিকেই ধ্বংস করি,
অজান্তেই ভেঙ্গে চুরমার করি নিজের গড়া মুর্তি।
কবিতার  খাতার  পৃষ্ঠাগুলি ছিড়ে করি কুটিকুটি।
তুলির আঁচড়ে গড়া রঙিন ক্যানভাসে জ্বালি আগুন।
ঈশ্বর যেমন প্রতিদিন জন্ম দেয় নতুন প্রানের,
আমিও আবার তাই করি রীতির ধ্বনিতে।

কিন্তু  ঈশ্বর  যেমন প্রতি মুহুর্তে মারে
আমি পারি না প্রতি ক্ষণেক্ষণে ধ্বংস করতে।
কি যেন বাঁধা হানে। কেন এমন বুঝি না আমি।
তবে কি মানুষ বলে! নাকি এখনও সৃষ্টির ক্ষমতা তত
হয়ে উঠে নি আমার, যত হলে প্রতি মুহুর্তে মারতে পারবো।

কিন্তু  না, আর বেশি দেরি নেই। আমিও মেতে উঠবো সৃজনে,
ক্ষমতার  দাপটে আমিও প্রতি মুহুর্তে রক্তে রাঙাবো আমার হাত।
আর  বেশি দেরি  নেই। আসবেই  সেদিন যেদিন আমিও বিধাতার
ক্ষমতায়  অধিষ্ঠান হবো। বানাবো  লক্ষ কোটি নবী-রাসুল অবতার,
তারা দিনে দিনে খুনের মহড়া দেবে। তারপর প্রতি  মুহুর্তে রাঙাবো হাত।

৩১১৪, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top