Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

ব্লগ তৈরির জন্য পরামর্শ চাই

: | : ২০/০১/২০১৪

প্রিয় পাঠক/পাঠিকা আপনারা কেমন আছেন? আশা করি ভাল আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমি দীর্ঘদিন যাবত একটি ব্লগ খোলার ইচ্ছা পোষণ করছি। তাই যারা ব্লগ বিশেষজ্ঞ আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমাকে ব্লগ তৈরির বিষয়ে সু-পরামর্শ দিবেন। বিশেষ করে চলন্তিকার সম্পাদক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি তিনি আমাকে এ বিষয়ে পরামর্শ দিবেন। আপনাদের সু-পরামর্শ আমার ব্লগ তৈরিতে সফলতা আসবে বলে মনে করব।

যেমন- কিভাবে ব্লগ তৈরি করতে হয়? ব্লগ তৈরিতে খরচ কেমন হয়? বিজ্ঞাপন কিভাবে দিতে হয়? ইত্যাদি।

আর আমার নতুন ব্লগের জন্য নতুন একটি নাম সিলেক্ট করে দিবেন। তবে সেটা হবে এক শব্দ বা দুই শব্দে। এই নাম যাতে অন্য কোন ব্লগ বা পত্রিকার নামের সাথে মিলে না যায়।

লেখক-

আমির হোসেন

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top