Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মহাত্মা গান্ধী

: | : ২০/০১/২০১৪

একদিন গান্ধীজী খুব চিন্তিত মনে নিজের টেবিলের আশেপাশে কিছু খুজছিলেন।সঙ্গী কাকা সাহেব ওনাকে চিন্তিত দেখে জিগ্যিস করলেন,’আপনি কি খুঁজছেন ,বাপু ?
বাপু বললেন একটা ছোট পেনসিল হারিয়ে গেছে ।একটা ছোট পেনসিলের জন্য বাপু এতটা সময় নষ্ট করছেন তা কিন্তু কাকা সাহেবের ভাল লাগল না।উনি তাড়াতাড়ি নিজের পেনসিলটা এগিয়ে দিলেন।
‘না,না, আমার সেই ছোট পেনসিলটা চাই ‘। বাপু শিশুর মত বায়না করতে লাগলেন ।
কাকা সাহেব বললেন আচ্ছা ঠিক আছে পরে আমি আপনার পেনসিল খুজে দেব।ওটা খুঁজতে গিয়ে আপনার সময় নষ্ট হচ্ছে ।
বাপু বলেলেন ওই ছোট্র পেনসিলটা আমার কাছে খুবই দামী আপনি সেটা জানেন না । মাদ্রাজে একটি ছোট ছেলে আমাকে পেনসিলটা দিয়েছিল । ওটা হারানো ঠিক নয় । পেনসিলটাতে ছেলেটার ভালবাসা মাখানো রয়েছে ।
বাচ্চাদের গান্ধীজি খুব ভালবাসতেন । তাদের ভালবাসা গান্ধীজীর কাছে ছিল সবচেয়ে দামী ।ছোট ছোট ছেলেমেয়ে প্রায়ই গান্ধীজীর সঙ্গে দেখা করতে আসত ।বাপুর পোশাক দেখে একদিন একটি ছোট ছেলের খুব দুঃখ হল । গান্ধীজীকে ছেলেটি জিগ্যেস করল,’বাপুজী আপনি জামা পরেন না কেন ?’
বাপু,ছেলেটিকে আদর করে বললেন আমার তো টাকা পয়সা নেই। আমি তো খুব গরীব । জামা কেনার জন্য পয়সা কোথায় পাব ?
ছেলেটির মনে দয়া হল । বলল,’আমার মা সেলাই করতে পারেন ।এই দেখুন আমার জামা মা সেলাই করে দিয়েছেন।আমি মাকে বলব- আপনার জন্যও মা জামা সেলাই করে দেবে ।তখন আপনি পরতে পারবেন।’
গান্ধীজী জিগ্যেস করলেন তোমার মা আমার জন্য কয়টা জামা সেলাই করে দিতে পারবেন?
ছেলেটির উত্তর ,’কটা চাই ?একটা, দুটো,তিনটা।যতটা বলবেন ততটাই মা সেলাই করে দিবেন। ‘
গান্ধীজী ভাবনায় পড়ে গেলেন ,বললেন,আমি তো একলা নই ।আমার তো চল্লিশ কোটি ভাইবোন ।যতক্ষণ প্রত্যেকের গায়ে জামা না জোটে ,আমি একলা কী করে জামা পরব । বলো,তোমার মা কি সবার জন্য জামা সেলাই করে দেবেন ?-বলে তিনি ছেলেটির মুখের দিকে চেয়ে রইলেন ।ছেলেটি এতক্ষণে বুঝতে পারল সারা দেশটাই বাপুর পরিবার ।
এই মানুষটি হলেন জাতির জনক মহাত্মা গান্ধী যাকে সবাই বাপুজী বলে ডাকত ।ভারতের স্বাধীনতার ইতিহাসে যার অবদান অতুলনীয় । তিনি চেয়েছিলেন ভারতে হিন্দু মুসলমান একসাথে থাকুক ।ভারত ও পাকিস্হান যখন সামরিক কুচকাওয়াজ করে নিজেদের স্বাধীনতা উত্‍সব পালন করতে ব্যাস্ত ,বাপু তখন পূর্ব পাকিস্হানের দাঙ্গাবিধ্যস্ত গ্রামগুলার মধ্যে দিযে হিন্দু মুসলমানদের ভাই ভাই হয়ে থাকার আবেদন জানাতে জানাতে হাঁটছিলেন ।তিনি ঘোষনা করলেন ,’আমি যেমন খাঁটি হিন্দু ,তেমনি আমি একজন খাঁটি মুসলমান ,আমি সব ধর্মের প্রতিনিধি ।’
গান্ধীজীর স্বপ্ন ছিল ভারত স্বাধীন হউক । স্বপ্ন পুরণ হয়েছিল সত্যি কিন্দু বিভক্ত ভারত ছিল তার কাছে বেদনাদায়ক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top