Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

রোমান্টিক বে মানান

: | : ২০/০১/২০১৪

এখন টা বাজে?

জানিনা,রাতের আধাঁরে প্রিয়া কয়

রাগ করছ কেনো?আমিতো কোন মেয়ে মানুষকে সঙ্গ দিচ্ছিনা

জীবনের কঠিন বাস্তবতা কর্মে মগ্ন একজন প্রিয়তমার প্রিয়াকে

কখন আসবে?

অ্যা..এখন বাজে রাত্র তিনটে,সকাল নয় টায় আসিব

খেয়েছ কিছু…?

হ্যা..খানার সমস্যা নেই,ছিলনা ভালবাসা

রাতের গভীরতায় স্নিগ্ধার পরশের ছোয়া কিংবা

উত্তেজনায় হারিয়ে যাওয়া কোন এক সূখ স্বর্গের কাছে….

তুমি খুব গুছিয়ে কথা বলো

তুমি আছ বলে,হারায়নি এখনও রাতের আধাঁরে,

ভালবাসার পরিপূর্ণ সূখ,জেগে আছে ..আজও আগের মতন,

আমাদের ছোট্ট্র মুহিন বাবুটি,কেমন আছেজেগে?না ঘুমিয়ে?

বড় দুষ্টু হয়েছে,আজ সেদিনের কথা  কি বলেছিল,জানো?

আমি অবাক হই,

যখন ১০৩/ডিগ্রী জ্বরে

বেমালুম ভুলে নিজেই নিজের চিকিৎসা নেয়,

একাই গামছাটা ভিঁজিয়ে নিজের গাধৌত করা,

সত্যি সেতো এলো মাঝপথে এগারটি বছর

একে গেলএকটি বক্র রেখা

আজ আমরা শুখি,

কারো হিংসায় যাতে না পড়ি তাইএকে দিলাম আড়িঁ

……কি ব্যাপার চুপ কেনো?

বেশতোঁ জমেছে,আকাশ আর কিছু ক্ষনের মধ্যে ফর্সা হতে থাকবে

মসজিদেঁ আজানঁ হবে

আল্লাহএবাদতে এসো মসজিঁদে

পাখিরা গাইবে ঘুম ভাঙ্গার গান

নাহ! …এখনও চুপ যে,

তাহলে!তাহলে কি নেটওয়ার্কটা কেটে গেলো!!!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top