Top today
“সাদা পরী”
চোখ দুটো আজ অশ্রু শূন্য
কান্না যে আসেনা।
হৃদয় টা আজ কঠিন পাথর
শত আঘাতে ও সে আর ভাঙেনা।
আমার আকাশের রঙ আজ শুধুই কালো
রংধনুর সাত রঙে সে সাজেনা।
স্বপ্ন গুলো সব ভাঙাচুরা
কোন আঠায় জোড়া লাগেনা ।।
আমি আবারও কাঁদতে চাই,
আমার দুচোখে শ্রাবণের ধারা নামুক।
তোমার দেওয়া আঘাতে হৃদয় ভেঙে
আবারও চূর্ণবিচূর্ণ হোক।
আমি চাই আমার মনের আকাশ জুড়ে
আবারও রংধনুর সাত রং খেলা করুক।
স্বপ্ন গুলো আবারও আমার
আগের মতই সাজুক।।
কিন্তু আমার দুচোখ বেঁয়ে
শ্রাবণ ধারা আর নামবেনা।
তোমার দেওয়া আঘাতে আর
আমার হৃদয় ভাঙবেনা ।
মনের আকাশ কালোই রবে
রংধনুর সাত রং খেলা করবেনা।
ভাঙাচুরা স্বপ্ন গুলো আর
কখনোই জোড়া লাগবেনা ।।
সকল বাঁধন ছিন্ন করে ঐ দূর পরপারে
বড়ই অকালে, তুমি জমিয়েছ পাড়ি।
যতই তোমায় ডাকিনা কেন
জানি, “সাদা পরী” তুমি ফিরবেনা আর বাড়ি।।