Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্পেস-১৪(অংশ ৫)

: | : ২০/০১/২০১৪

শ্রাবন্তী কাছে গেল।
-কি যেন নাম তোমার,সুবন্তী?
-না ম্যাডাম শ্রাবন্তী।
-ও শ্রাবন্তী।মনে পড়েছে।আর শুন,আমি কি তোমাকে কখনো পড়িয়েছি?
-না।
-তাহলে তুমি আমায় ম্যাডাম ডাকছ কেন?
-আপনাকে কি বলে ডাকব?
-নাম ধরে ডাকতে পার অথবা আপু বলতে পার।
-আপনার নামটা কি?
-আফিয়া আহমেদ।
-আফিয়া…
এইটুকু বলতেই আফিয়া বেশ বড় বড় করে তাকায়।
-আফিয়া আপনি কি গান শুনবেন?
-তুমি কি আমার সাথে ফাজলামি করছ?
-আপনিইতো বললেন নাম ধরে ডাকতে।
-তুমি আমাকে আপা বলে ডাকবে।আর গান শুনলে নিজ হতেই তোমাকে বলব,আগ বাড়িয়ে তোমাকে বলতে হবে না।
-আচ্ছা ঠিক আছে।
-এভাবে এদিক সেদিক ঘুরাফেরা করছ কেন?
-স্পেসটা দেখছিলাম।
-এটা আবার দেখার কি আছে?চারদিকে সব অতি সূক্ষ্ম জিনিসপত্র আছে।না বুঝে দেখা যাবে ভয়ানক অঘটন ঘটাবে।
শ্রাবন্তী খুব শান্ত গলায় বলল-ঘটলে ঘটবে।
আফিয়া মেয়েটার এমন অবিবেচক কথা শুনে বেশ হতাশ হল।আনএডুকেটেড লোক নিয়ে এই সমস্যা,কোন কিছু বুঝতে চায় না।বুঝিয়ে বললেও না।বারবার বলেছিল এমন একজন বকলম লোক কিছুতেই নেওয়া যাবে না।কে কার কথা শুনে?সবাইতো এক একজন মস্তবড় ইন্টেলেকচুয়াল।আফিয়া কিছুটা রেগে বলল-ঘটলে ঘটবে,খুব সহজে বলা যায়।ঘটলে কি হবে,মাথায় কিছু ধরে?
-কি আর হবে,সব যাবে?
-সব যাবে মানে?
-মানে আমরা নাই হয়ে যাব,সরাসরি একেবারে স্বর্গে।
-দেখ এমন পাগলামি টাইপের কথা বলবে না।আর কারও অনুমতি না নিয়ে তোমার রুম হতে বের হবে না।
-সে হবে না।
-কেন?
-চারপাশে টইটই করে ঘুরে বেড়ানো আমার ছোটবেলার অভ্যাস।এত তাড়াতাড়ি তো অভ্যাস ত্যাগ করতে পারব না।
-কথা না শুনলে সে ব্যবস্থাও আছে।এখন তোমার ব্যাপার।
-যা ইচ্ছা করতে পারেন।
এই বলে শ্রাবন্তী রুম হতে বের হল।স্পেসের এক প্রান্তে এসে দাড়ায়।স্বচ্ছ কাচের ভিতর দিয়ে আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top