Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“ওরে রাত্রি”

: | : ২১/০১/২০১৪

ওরে রাত্রি ,কবে তোর ঘুম ভাঙ্গবে ?

কবে তুই আড়মোড়া ভাঙ্গবি রবি জল মেখে ?

পূবের জানালা খুলে বসে আছি তোর অপেক্ষায় ।

কবে তুই ডাকবি মোরে প্রভাত দীক্ষায় ?

কতকাল আর থাকবি তুই আলসে কাঁথা মুড়ে ?

সময়ের ডাকপিয়ন কতবার গেছে কড়া নেড়ে ।

তবু তোর ঘুম ভাঙ্গে না ; যেন কুম্ভকর্ণের ঘুম ।

আমি অকর্মণ্য হয়ে বসে থাকি ; যেন আলস্যের কুটুম ।

ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে সময়ের ডাকপিয়নের ডাক ।

চলে যাচ্ছে সে ; আমার বার্তা খামের ভিতর নির্বাক ।

ওরে রাত্রি , এবার জেগে উঠ ; শুরু করি আলোর পথযাত্রা ।

খাম খুলে পড়ে নিবো সময়ের নয়া বার্তা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top