Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

গল্প , কিন্তু গল্প নয় – ৩য় পর্ব (চার পর্বে সমাপ্ত)

: | : ২১/০১/২০১৪

 

 

চার সপ্তাহের শেষ সপ্তাহ আজ । গত তিন সপ্তাহের চেয়ে আজকের জমায়েত অনেক বেশী ঘন । কেমন যেন একটা গুমোট ভাব দেখা যায় সারা মাঠময় । আগের জমায়েতগুলিতেও ছাত্র-শিক্ষক, বিভিন্ন, বিশেষতঃ ছোট ব্যবসায়ীদের, এমনকি পাশের ইউনিয়নেরও অনেক মানুষ এসেছিলেন । ধীরে ধীরে এই জমায়েত সমৃদ্ধ হয়েছে । কথাবার্তাও কেউ কেউ বলেছেন । তবে কিছু বলেননি আজিজ । ঠিক চারটায় এসেছেন তিনি । ওয়ার্ড কমিটিগুলির সাথে মতবিনিময় করেছেন আর সমাবেশ দেখেছেন । একমাস শেষ হয়ে যাচ্ছে । আজ তিনি বলবেন এবং নতুন কর্মসূচী দিবেন । সামাদের বক্তব্য শেষ হতে চলেছে । ওঠার প্রস্তুতি নিচ্ছেন তিনি , এমন সময় মাঠের দুই প্রান্ত থেকে হইচই শুরু হচ্ছে । কারা যেন ধর ধর করতে করতে মঞ্চের দিকে ধাবিত হয়ে আসছে ।

এমন সময় সামাদকে সরিয়ে মাইক নিলেন তিনি এবং বললেন, ভাইসব আপনারা ভয় পাবেননা । আমি জানি এরা কারা অর্থাৎ যারা গম-চাল-টাকা লুটের হিসাব দিতে চায়না, হামলা তারাই করছে । ভাইসব, আপনারা হতভম্ব হবেননা , মেরুদন্ড খাড়া করে থাকুন ; কিচ্ছু হবেনা । ওদের ভয় আছে , ওরা—

কথা শেষ করতে পারলেননা তিনি । পিছন থেকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দেয়, পড়ে যান তিনি । মারামারি, হৈচৈ শুরু হয়ে যায় । তার গায়ে কোন মার কিন্তু পড়ছেনা, দেখেন দু’জন শক্তসামর্থ মানুষ তাকে ঘিরে রয়েছেন । তাকে মারতে উদ্যত জানোয়ারদের সাথে সময় সময় তাদের বেশ ধস্তা-ধস্তি হচ্ছে । উঠে বসেছেন তিনি এবং একসময় দেখেন, ছাত্র-ছাত্রীরা গুন্ডাদের মার দিয়ে তাড়িয়ে দিচ্ছে । অনেকদুর পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল তারা ।

প্রিয় ইউনিয়নবাসী এবং আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা, আবার শুরু করেন তিনি, একটা বাধা এসেছিল এবং আগামীতে আরো বড় বাধা আসবে । সুবিধাভোগীরা আমাদেরকে হিসাব দিবেনা এবং সহজে ছেড়েও দিবেনা । কিন্তু আমরা তাদের উপর যদি চাপ অব্যহত রাখতে পারি, তবে তারা তা না দিয়ে থাকতে পারবেনা । আপনারা কি চান জানতে চাই, অর্থাৎ আপনারা কি আপনাদের পাওনা বুঝে নিতে চান না চাননা ?

জোরালোভাবে আওয়াজ আসে, আমরা পাই পাই করে আমাদের পাওনা বুঝে নিতে চাই ।

তবে তাই-ই হবে । ইউনিয়নব্যপী যে কমিটি রয়েছে, সেই কমিটি আপনাদের পাওনা আদায় করে দেয়ার ব্যপারে আবারও ওয়াদাবদ্ধ হল । আমাদের উপর হামলা হয়েছে, আগামীতে আরো বড় বড় হামলা হবে । হয়তো কারো মৃত্যুর মত ঘটনাও ঘটবে । উপরে আল্লাহ এবং নীচেও কিন্তু আপনাদের সাথে সাথে আরো মানুষ আছেন আমাদের পক্ষে । যেমন আপনারা দেখেছেন কি-না, আজকেই সরকারী চাকুরীরত, প্রশাসনের দু’জন লোক সাধারন পোষাকে থেকে আমাকে মারের হাত থেকে বাঁচিয়েছেন । ধন্যবাদ দিয়ে তাঁদের আমি ছোট করতে চাইনা । তবে বিবেকবান মানুষ কিন্তু অনেক আছে এদেশে, এটা মনে রাখতে হবে আমাদের । এভাবেই আমাদের আন্দোলন চলতে থাকবে, আমরা কোনমতেই পিছপা হবনা । আগামীতে আরো বড় কর্মসূচী আসবে ইউনিয়নব্যপী, উপজেলাব্যপী এবং এমনকি জেলাব্যপীও কর্মসূচী হবে প্রয়োজনে । তবে আজকের এই ঘটনার প্রতিবাদে আগামীকাল পারাতিয়া-সাতনলী দুই কিলোমিটারব্যপী যে প্রধান সড়কটি রয়েছে, সেখানে মানববন্ধন করা হবে সকাল ১০ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত । একটা কথা অপকর্র্মের হোতাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই । হয় আমাদের পাওনা বুঝিয়ে দিবেন, নয়তো এক কথায় বলি, বুঝিয়ে দেয়া থেকে কখনও রেহাই পাবেননা । যত দেরী করবেন, তত সন্মানি লোক আপনারা, আপনাদের সন্মানহানি বাড়বে ।

রাত ১২টা ।  জসীমের বাড়ীতে গুরুত্ত্বপূর্ন মিটিং । জসীম সাহেব বিভাগীয় শহরে বড় ব্যাবসা করেন, গার্মেন্টসও আছে তাঁর ঢাকার কাছে । ইউপি চেয়ারম্যানসহ ইউনিয়নের মানুষজন তাকে সন্মানের চোখে দেখে । এলাকার সাথে তাঁর বিশেষ যোগাযোগ রয়েছে । এসেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ আলী ; প্রাক্তন চেয়ারম্যান শমসের ভুঁইয়াও আছেন । আলোচনার বিষয়– প্রধানতঃ আজকের ব্যর্থতা এবং এতোদিন পাত্তা দেননি তারা যে বিষয়টিকে, মানে গম-চালের বিষয়টি, সেটাও আছে ।

চেয়ারম্যান আবেদ আলী বলেন, এদের সঙ্গে কতটুকু পারবেন জানিনা, তবে না পারলে আমাদের আয়-রোজকার যে একেবারে বন্দ হয়ে যাবে তা নিশ্চিত ।

আশ্চর্য, যাদের পাঠালাম, কিছু করতেতো তারা পারলইনা, উপরন্ত মার খেয়ে ফিরে এল ।

শমসের ভুঁইয়া যোগ করেন, আরেকটু হলেতো দুজন ধরাই পড়ে গেছিল । বুঝতে পারছিনা, আজিজের পাশে যে দুজন লোক ছিল, তারা কারা ! এদের জন্যইতো ব্যাটার গায়ে একটি আঁচড়ও দেওয়া গেলোনা ।

গুন্ডা ভাড়া করে এনেছে না-কি ওরাও ? মুখ না-কি ঢেকে ছিলো । জসীম বলেন ।

আর ঘটনার পর হাওয়া হয়ে গেল লোকগুলো । এটাইবা কেমনে সম্ভব ! শমসের ভুঁইয়া আবার বলেন ।

আবেদ আলী বলেন, ঘটনা যা-ই হোক, সম্পদগুলোর কোন হিসাব কিন্তু দেয়া যাবেনা । তাহলে আর মান-সন্মান কিছুই থাকবেনা এবং আগামীতে আর কিছু করাও যাবেনা । পিআইও সাহেবকে একটু টাইট দেয়ার জন্য স্যারকে বলবেন, তথ্য কেমন করে বের হয় ? আর যেন কোনক্রমেই কোন তথ্য বের না হয় ।

বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, কোনক্রমেই স্বীকার করা চলবেনা কিছুই এবং এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটানো হবে ভবিষ্যতে । আপাততঃ কালকের মানববন্ধনে কিছু করা হবেনা ।

প্রায় নিঃশ্বাস বন্দ করা মানববন্ধন হয়েছে । দুই কিলোমিটার রাস্তায় মানুষ-ছাত্র-ছাত্রী প্রায় গায়ে গা লাগালাগি হয়ে যায় বলে দু’টি লাইন করা হয়েছিল । উপজেলার সাংবাদিকরা বিস্তারিতভাবে সব শুনেছেন কিজন্য এই মানববন্ধন । শেষে আজিজ বলেন, জানি শাসকগোষ্টির কিছুই হবেনা এই মানববন্ধনে । তবে শুনে রাখুন সবাই, ছাড়বোনা আমরা । পাওনা আদায় না হওয়া পর্যন্ত এবং আগামীতেও সবাই ভালো হয়ে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই, বন্দ হবেনা । প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে এই মানববন্ধন চলার ঘোষনা দেন তিনি ।

দ্বিতীয় শুক্রবার উপজেলা সদরে পুর্বঘোষনা অনূযায়ী মানববন্ধন হচ্ছে বিকেল বেলা । এই মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের অনেক মানুষ জমায়েত হয়েছেন । এই জমায়েত ইতিমধ্যে সদরের কলেজমাঠে জনসভায় পরিনত হয়েছে । মাইকে কেউ কেউ কথাও বলছেন । দেবিতা ইউনিয়নের একজন শিক্ষিত বেকার, আসলাম জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন তার ইউনিয়নেও এরকম ঘটনা ঘটেছে বলে তিনি নির্র্ভরযোগ্যসুত্রে খবর পেয়েছেন । তিনিও তার এলাকার জনগনকে সাতনলী ইউনিয়নের জনতার মত করে দাবী আদায়ের আহ্বান জানাচ্ছেন ।

সমাপনী বক্তব্যে আজিজ আগামী শুক্রবার পুনঃরায় এই স্থানে আরো ব্যাপকভাবে জনসভা করার ঘোষনা দিয়ে এই সমাবেশের সমাপ্তি টানেন । তবে তিনি কাউকে হিংসাত্মক আচরন না করার জন্য বিশেষভাবে বলে দেন । তিনি বলেন, দেখেন ভাইসব, সরকারী বরাদ্দকৃত সম্পদ অর্থাৎ গম-চাল-টাকার হিসাব আমরা অবশ্যই চাই এবং এ-দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়েও যাব, এটা নিশ্চিত । আপনারা লক্ষ্য করে থাকবেন, এ-আন্দোলন ধীরে ধীরে বিস্তৃতিলাভ করছে এবং সার্থকতাও লাভ অবশ্যই করবে এটা । এজন্য আমরা অহিংসভাবে চলবো, আপনারা কেউ অধৈর্য হবেননা । মনে রাখবেন আমরা হেরে যেতে চাইনা, কারন হেরে গেলে আমাদের দরিদ্র ইউনিয়নবাসী সরকারী সম্পদের সুবিধা থেকে বঞ্চিত হবে । সরকার দরিদ্র গ্রামবাসীর জন্য যে বরাদ্দ দিয়ে থাকেন, তা আমরা ক্ষমতাসীনদেরকে ভোগ করতে দিবনা, আমরা শুধুমাত্র এইজন্যই লড়ছি । আমাদের রাজনৈতিক কোন অভিলাষ নাই, আমরা কোনদিন ইউপি চেয়ারম্যান, মেম্বার অথবা অন্যান্য কোন নির্বাচনে অংশগ্রহন করবোনা, এটা আমাদের ওয়াদা । তবে খারাপ কাজ করলে আমরা তাঁদের ভালো কাজ করতে বাধ্য করেই যাব, যতক্ষন পর্যন্ত না কাজটি ভালো হবে । আর কিছু নয় ; ধন্যবাদ সবাইকে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top