Top today
দেখতে এসো গ্রামে
তোমরা যারা শহরবাসী, থাকো আরাম করে
দেয়না হানা শীতের দানব, দালান-কোঠার ঘরে
আমরা যারা গাঁয়ে থাকি, শীতেরা দেয় হানা
পালিয়ে বেড়াই শীতের ভয়ে, কষ্ট করি টানা
এসো বন্ধু মাঝে মাঝে, দেখতে এসো গ্রামে
পাঠিয়ে দিলাম দাওয়াতখানি,চলন্তিকার খামে