Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নিরাপদ সুখ, নির্বোধ আনন্দ ।

: | : ২১/০১/২০১৪

মানুষের মধ্যে নির্বোধ উৎসাহের যে অফুরন্ত উৎসাহ দেখতে পাই তাতে আমি নিজেও ব্যাপক উৎসাহিত হই । কেননা ঐ একটা জায়গায় নিজের যে নিখুঁত সামঞ্জস্য , যে নিঃসংকোচ মিল তা আর কোথায় পাই না । ভাব গাম্ভীর্য জ্ঞান আধিপত্য এসব অর্জন বিসর্জন ভীষন শ্রমের বিষয় । অত শ্রম সামর্থ্য আমার কোনকালেই ছিল না  । এবং আজন্মেও অর্জিত হবে না তা নির্ভুলভাবে নিশ্চিত । তাই সহজ হাসি ঠাট্টা , খোশ গালগল্পে বিরাট মাত্রার পুলকিত হই । অবশ্য এই নিয়ে দু’চার কটু কথা যে শুনতে হয় না, তা নয় । কিন্তু স্বীয় আচরনের বৈপরীত প্রকাশ খুব একটা স্হায়ী হয় না ।

 

একটা সময় ছিল রাস্তায় মলম বিক্রি করলেও দাঁড়িয়ে যেতাম । উৎকৃষ্ট দর্শক পর্যন্ত নিজেকে সীমাবদ্ধ রেখে ক্লান্ত না হওয়া পর্যন্ত ঘরে ফিরতাম না । ক্রেতা হওয়ার যে সাহস থাকা দরকার ছিল তা ছিল না বলেই দর্শক পর্যন্ত যেতে পেরেছিলাম । তারপর সময় গড়ালো । আজকাল আর সময় পাই না । তাই বেরও হই না ।

 

সস্তা সুখ উৎসাহের সুবিধা ব্যাপক । কেননা এই প্রকার সুখ উৎসাহে কেউ নাক গলায় না । জ্ঞানীরা এই প্রজাতিকে হাত পা বিশিষ্ট জীবের অতিরিক্ত ভাবে না । তাই ঘাটতেও যায় না । রাষ্ট্রও এমন নিরীহ প্রজাতিকে নিয়ে ভাবে না । কেননা রাষ্ট্রীয় ক্রীয়নড়কে এদের যেমন কোন অংশগ্রহন নেই, তেমনি রাষ্ট্রীয় বিকারেও এদের আপওি নেই । এরা খেয়ে পড়ে দাঁত কেলিয়ে হাসতে পারলেই বেদম খুশী ।

 

কষ্ট করে জ্ঞানী হওয়ার যন্ত্রনা অনেক । তাছাড়া সেই সামর্থ্যও থাকা চাই । তারচেয়ে মূর্খ সুখ আমার জন্য অনেক বেশী উপযুক্ত , এমনকি উপভোগ্যও ।

 

…………নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top