Top today
পাহারাদার
পাহারাদার
খবরদাররে–হাঁক ছাড়ে ঐ
রাত্রির সেই সজাগ দাড়োয়ান
চোর ডাকাত নিশাচর যত
হাঁক শুনে,হয়ে যায় সাবধান ।
সেই দাড়োয়ান দেখেছ কভু
ঠেকায় যে জন রাতের চুরি,
কালো দেহ বড় গোফ তার
মস্ত বড় আছে ভুড়ি ।
বলের মত চোখ দুটো তার
মনে হয় এই ধরে খাবে,
চোর ডাকাত আর মস্তান যত
ভয় ক্যান না তাকে পাবে?
ঝাকড়া তার চুল, হাতে বল্লম
চলে গজের মত চালে,
হাঁক শুনেই নিশাচর যত
দৌড়ে পালায় সকল ফেলে। ।