Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

লেখক পরিচিতি (লেখক- আলমগীর সরকার লিটন)

: | : ২১/০১/২০১৪

Alamgir Sarkar Liton

আলমগীর সরকার লিটন একজন নবীন লেখক। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাড়ই পাড়া (সরকার পাড়া) গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ, বগুড়া থেকে বি.এ (পাস) করেন। তিনি একজন সাদামাঠা মানুষ। খুব সাধারণ ভাবে চলাফেরা করেন তিনি। অল্পতে তিনি তৃপ্তি লাভ করেন। তাঁর ভাললাগে ভাল কাজের ফলাফলে। মন্দ লাগে মন্দ কথা শুনলে যেমন- কাউকে খুন করা কারও সাথে কেউ ছলছাতুরি করলে তিনি খুবই ব্যতিত হন।
এখনো তার কোন একক বই প্রকাশিত হয়নি। প্রকাশের অপেক্ষায় আছে ‘যমুনার তীরে ছোট ঘর’, ‘গোধূলীর আর্তনাদ’, নক্ষত্রের মুরাদ প্রভৃতি। তিনি জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় বেশ কয়েকটি কবিতা প্রকাশ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল- ‘বিদ্রোহ বলবান’, ‘ঈদের খুশিতে সাজ’, ‘উষ্ণ চাদর’, ‘ভিজে যাই এই বর্ষায়’ ইত্যাদি। দৈনিক পত্রিকার পাশাপাশি ব্লগেও লেখালেখি করেন তিনি। তার উল্লেখযোগ্য ব্লগগুলো হলো- ‘জলছবি বাতায়ন’, ‘চলন্তিকা’, ‘প্রথম আলো ব্লগ’, ‘শব্দনীড়’, ‘পঁচা ব্লগ’ ইত্যাদি। বিভিন্ন ম্যাগাজিনে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল- জলছবি বাতায়ন থেকে ‘একুশে সংকলণ’, ’নববর্ষার সংকলণ’ ‘কুড়েঘর সংকলণ’ ‘মাসিক পতাকা’ প্রভৃতি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top