Top today
ছড়া কিনতে গিয়ে পাঠক, কিনে ফেলে গল্প
বইমেলাতে শুনতে পেলাম, `ছড়ার বই তো চলে না’
পাঠক কেনো কিপটে এতো, হাতটা একটু খোলে না
ছড়া কিনতে গিয়ে পাঠক, কিনে ফেলে গল্প
ছড়াকারের কষ্ট তখন, আর থাকে না অল্প
একশ ছড়ার পাণ্ডুলিপি, কোলে নিয়ে বসা
ভাবছি বসে ছড়াগুলোর, কি যে হবে দশা
ছড়াগুলো হাসি-খুশির, করে না তারা টিক্স
কে নেবে ভাই বই ছাপানোর, এমন একটা রিস্ক