Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নির্বাসনে

: | : ২২/০১/২০১৪

নির্বাসনে
নির্বাসনে দেবে আমায়?
আমিতো নির্বাসনেই আছি ।
এসেছি সহস্র আলোক বর্ষ দূর থেকে
আকাশ লীন যেথায়, তারও উপরে
একদা ছিল আমার বাস।
আমার অপরাধ তোমাতে, সেতো লঘু,
গুরুতর অপরাধ করেছিল আমার পূর্ব পুরুষ,
সেদিন থেকেই চলছে এ নির্বাসন প্রক্রিয়া,
বিন্দুর মতো ছুড়ে দিয়েছিল
আমায় স্রোতস্বিনী নদীতে, সমুদ্রের উত্তাল তড়ঙ্গে,
ফেনায় ভাসতে ভাসতে অবমুক্তি ঘটেছে
আমার এ পৃথিবীতে।
খূঁজে ফিরছি সেদিন থেকেই ফিরে যাওয়ার রাস্তা।
তোমার কি শেষ হয়েছে নির্বাসন দন্ড?
অট্টালিকায়ই থাকো বা ফুটপাতে,
যদি ভেসে উঠে মনে অহোরাত্র,
তুমি দন্ড প্রাপ্ত নির্বাসিত একজন,
কি-ই বা সুখ এ ভূবনে?
একদিন শেষ হবে নির্বাসনের, ফিরে যেতে হবে
আপন ভূবনে অনন্ত কালের জন্য।
অপেক্ষায় আছে সেথায় আদি পিতা
তার সন্তানদের তুলে নিতে ক্রোড়ে,
যার অপরাধেই হয়েছিল নির্বাসন।
সে ভূবন তোমার আমার সকলের সমতার।
চলো, আজই বেরিয়ে যাই উৎসের সন্ধানে,
ক্ষমা চাই নির্বাসন দন্ডের,
ফিরে যেতে চাই এ নির্বাসিত দ্বীপ থেকে
নিজ আলয়ে ।
জান না কি তুমি?
কারাভ্যান্তর থেকে সাজা খেটে বেরিয়ে আসে
যে কয়েদি, ফিরে যেতে নিজ আলয়ে,
ফিরে যায় পূর্বের পোষাকে,
যে পোষাক রেখেছিল জমানির্বাসনে যেতে
কারা দোরে ।
তুমিও ডিরে যাবে জন্ম মূহুর্তের পোষাকে,
রিক্ত হস্তে, নিয়ে যাবে শুধু আত্মার সম্পদ,
যা হয়েছে অর্জিত স্রস্টার ই নির্দেশে। ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top