Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মানবের জীবনপ্রেম

: | : ২২/০১/২০১৪

মানুষের জীবদ্দশায় নানান রকম স্বপ্ন থাকে, থাকে প্রেম । তবে সব স্বপ্ন বা প্রেমের উর্ধ্ধে তার নিজ জীবনের প্রতি প্রেম । তাই সকল অসম্ভব বাস্তবতা এড়িয়ে মানুষ ঠিকই টিকে থাকে যতক্ষন পর্যন্ত না ইহকালে সৃষ্টিকর্তা প্রদও আয়ু নিঃশেষ হয় । মানবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতবার মরবার সাধ হয় , নিজ জীবনের প্রতি যদি প্রেম না থাকতো তবে পৃথিবীতে মানব অস্তিত্ব কবেই

নিঃশেষ হতো । এই জীবন প্রেম কোন বয়স ফ্রেমে আবদ্ধ না । কেননা লক্ষ্য করলে দেখা যায় একটা নির্দিষ্ট সময় পর মানুষ সুনির্দিষ্ট কোন লক্ষ্য ছাড়াই বেঁচে থাকতে চায় । এর কারন মানুষ বেঁচে থাকতে ভালবাসে বলেই বেঁচে থাকতে চায় । সমস্ত উওরাধিীকারী রেখে যাওয়ার পরও মানুষের বেঁচে থাকার যে আকুতি তাতে কোন স্বপ্ন বা লোভ থাকে না । থাকে নিজ জীবনের প্রতি প্রেম । আর এই প্রেমের কারনেই মানুষ ইহকালের নরককে রেখে পরকালের স্বর্গে যেতে চায় না ।

 

…………………….নিঃশব্দ নাগরিক

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top