Top today
আন্দার লোক
আন্দার লোক
শূন্যে কোথাও দেশ আছে এক
আলোক বর্ষ দূরে,
লোকে বলে সেই দেশেতে
জীন পরী বাস করে ।
তারা নাকি উড়তে পারে
পাখাতে দিয়ে ভর,
চাঁদনী রাতে ঘুরে বেড়ায়
ত্রিভূবনের উপর ।
জীন মানবী বন্ধুত্ব হয়
কতিপয় লোকে কয়,
আন্দার লোকে মিলন তাদের
বাহিরে লোকালয় ।
বিশ্বাস তোমায় করতেই হবে
স্বাক্ষী কোরান হাদিস,
জীবনেও পাবেনা তুমি
জীন পরীদের হদিস । ।