Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আন্দার লোক

: | : ২৩/০১/২০১৪

আন্দার লোক
শূন্যে কোথাও দেশ আছে এক
আলোক বর্ষ দূরে,
লোকে বলে সেই দেশেতে
জীন পরী বাস করে ।

তারা নাকি উড়তে পারে
পাখাতে দিয়ে ভর,
চাঁদনী রাতে ঘুরে বেড়ায়
ত্রিভূবনের উপর ।

জীন মানবী বন্ধুত্ব হয়
কতিপয় লোকে কয়,
আন্দার লোকে মিলন তাদের
বাহিরে লোকালয় ।

বিশ্বাস তোমায় করতেই হবে
স্বাক্ষী কোরান হাদিস,
জীবনেও পাবেনা তুমি
জীন পরীদের হদিস । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top