Top today
আমরা এখন এক নম্বর
আমরা এখন এক নম্বর
হইছে মাথা উঁচা
হিংসা করে কেউ যদিও
দিবে কথার খোঁচা।
ঢাকা এখন বাসযোগ্য নয়
যাবা তুমি কই?
বলব আমি এবিষয়ে
আমরা একা নই।
আমরা কেবল এক নম্বর
এটা মোদের গর্ব
এ বিষয়ে মান সম্মান
করবে না কেউ খর্ব।
আমরা এখন এক নম্বর
হইছে মাথা উঁচা
হিংসা করে কেউ যদিও
দিবে কথার খোঁচা।
ঢাকা এখন বাসযোগ্য নয়
যাবা তুমি কই?
বলব আমি এবিষয়ে
আমরা একা নই।
আমরা কেবল এক নম্বর
এটা মোদের গর্ব
এ বিষয়ে মান সম্মান
করবে না কেউ খর্ব।