Top today
দাদুর বড়শী
দাদুর বড়শী
কোয়া তলাতে রোয়া ক্ষেত
হাঁসে প্যাক প্যাক করে,
সেই ডাকেতে খোকা বাবু
থাকতে চায় না ঘরে ।
সাড়স পাখি নামলে ক্ষেতে
ব্যাঙের কপাল মন্দ,
সাপ জাতি আর নেউলে আছে
আজীবনের দ্বন্দ্ব ।
বিলের জলে শাপলা শালুক
ধারেতে কানী বক,
ময়না ধরে খাঁচায় পুরা
খোকা বাবুর এক শখ ।
দাদু আছে বড়শী নিয়ে
পুকুর ধারে বসে,
দাদু দাদু ডেকে বাবু
সারা বাড়ি চষে ।
বড়শীতে টিপ দিলে দাদু
যেই, ছিপ ধরে দেয় টান,
ভেসে উঠে কচ্ছপ ছানা
রুই কাতলারা গায় গান ।
বোয়াল হাসি দেখে দাদু
ঘর মুখে দেয় হাটা,
দুয়ারে দাঁড়িয়ে দাদী
হাতে পানের বাটা ।
শূন্য হাতে ফিরতে দেখে
খোকা যেই ধরে গান,
রাগের তেজ কমাতে দাদী
দাদার মুখে দেয় পান ।
দাদীর হাতের পানে দাদু
হাসি হাসি মুখে,
সুখানন্দে খোকা বাবুকে
জড়িয়ে ধরে বুকে । ।