Top today
মনকে করি খাঁটি
চল সামনে যাই শুধুই সামনে
ভুলে যাই ঘটেছে যা পিছনে।
যাবেনা পরিশ্রম বিফলে
যতি থাকি সৎ সকলে।
পরিশ্রম সততা ন্যায্যতা
দিবে নিশ্চিত সফলতা।
পৌছাব গন্তব্যে যেথায় যেতে চাই
ঝড় তুফান বন্যায় ভয় যেন না পাই,
যে রিপুর তাড়নায় সদা ব্যাস্ত
নিজেকে করি অবলিলায় ন্যাস্ত
ক্রোধ,হিংসা,অহমিকা,লালসা
বিলিন করি শ্রদ্ধা ভালবাসা।
চল আসি ঘুরে দূরে বহু দূরে
মনকে করি খাঁটি পুড়ে পুড়ে।
অযথাই গালাগালি
কথায় কথায় বলা মন্দ,
যেখানে নেই হানাহানি
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ।