Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

মেলায় আমার বইয়ের সাথে, থাকবে আযব ভূত

: | : ২৩/০১/২০১৪

মেলায় আমার বইয়ের সাথে, থাকবে আযব ভূত
বই না কিনে ঘুরাঘুরি? পাওনা কোথাও যুৎ

তোমরা এসে বই হাতিয়ে যাবে আরেক স্টলে
বইটা আমার না নিলেই পড়বে গ্যাঁড়াকলে

বই না নিলে ভূত পাঠাবো, ধরবে চেপে টুটি
হাজার লোকের মাঝে তখন খাবে লুটুপুটি

তাই তো আমি আগে ভাগে, জানিয়ে দিলাম খবর
রেডি হয়ে এসো মেলায়, মজা হবে জবর!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top