Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

হবে মানব প্রেমে পৃথিবী একাকার

: | : ২৩/০১/২০১৪

লেখালেখি ছেড়ে দিতে ইচ্ছে করে,
আঁকাআঁকি ছেড়ে দিতে ইচ্ছে করে,
ছেড়ে দিতে ইচ্ছে করে সে জীবনকে,
যাকে এত বছর ধর মিথ্যে আশায় বয়ে চলেছি।
নতুন আরেকটা জীবনে চলে যেতে ইচ্ছে করে,
না হয় ঢলে পড়লাম মৃত্যুর বুকে।

হতাশায় ডুবে থাকে মন
অন্ধকারে হাতড়ে ফিরে মন
আলোকের প্রভাবেও অন্ধকার লুকাতে পারে না
আশার ঢেউয়েও হতাশা ঘুচাতে পারে না
সব ছেড়ে যেতে ইচ্ছে করে
চলে যেতে ইচ্ছে করে নতুন জীবনে।

কিন্তু নব জীবনের আশার মৃত্যু হয়
পুরানো সভ্যতা আবার জেগে উঠে
রাজশক্তি আবার চেপে বসে জনতার বুকে
বিধাতারা আবার পাথর নিক্ষেপ করে হৃদয়ে হৃদয়ে
শান্তির বাণী শুধু বারি খায় বঙ্গোপসাগরের বুকে
প্রগতির মৃত্যু হয় সনাতনের আঘাতে আঘাতে।

কিন্তু হে মানব সন্তান, ঝেড়ে ফেলে দাও পুরাতন ছাইপাঁশ
বিধাতাকে দিও না আর করতে হৃদয়কে বন্ধী,
নিয়মের শৃঙ্খল থেকে বের হয়ে এসো নতুন সৃষ্টি করতে,
যে নীতির বাঁধন তৈরি করেছে পাথরের যুগ
যে নীতির শৃঙ্খল তৈরি করেছে লৌহযুগ
যে নিয়ম তৈরি ইস্পাতের আঘাতে আঘাতে
যে নীতির উদ্ভব যখন থেকে শুরু অব্দের
খ্রিষ্টাব্দ, হিজরি অব্দ অথবা ঈশ্বরের অতিথেয়তায়
হিংস্র সভ্যতার নীতি নির্ধারক,

ভেঙ্গে ফেলো সে সব,
ছিড়ে টুকরো করে ফেলো অসভ্যতার দলিল
যদি এখনও গ্রীক দেবতার ভয়াবহতা
যদি এখনও জাহেলিয়ার ভয়াবহতা
যদি এখনও ক্রুসেড জিহাদের ভয়াবহতা
তবে ছিড়ে ফেলো সেই ছাইপাঁশ,
যা ইন্ধন যোগায় অমানবিকতার,
আর তা করবেই বা না কেন
একবিংশ শতাব্দী কেন চলবে বিধাতার প্রচীনতায়।

গ্রীক দেবতারা মিথ হয়ে গেছে
নরওয়ের বিধাতার মিথ হয়ে গেছে
ভারতের মহাকাব্যিক দেবতার ধীরে ধীরে যাচ্ছে মিথ হয়ে,
শুধু মরুর দেবতার দিনের পর দিন দুর্যোগ চলিয়ে যাচ্ছে পৃথিবীতে।

তবে শেষ হবে একদিন,
জিউসের প্রেমের তামাশা মানিতে পারে নি মানুষ
মানতে পারে নি থরের যাদুকরী
রাম রাবনের যুদ্ধ হাস্যকরী রুপ ধারণ করেছে দিন দিন
মানুষ মানতে পারছে কৃষ্ণের লীলাখেলা,

এবং একদিন শেষ হবে আল্লাহ, ঈশ্বর, বা মাজদার যুদ্ধখেলা
শেষ হবে, জান্নাত জাহান্নাম বা হ্যাভেনের তামাশা
অকল্পনীয় চিত্তে আমি চিৎকার করছি হে মানব সন্তান,
একদিন মানুষ সুখি হবে,
হবে মানব প্রেমে পৃথিবী একাকার।

৫১১৪, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top