হারাতে কি ইচ্ছে করে…..
হারাতে কি ইচ্ছে করে সবুজের বুকে
অথবা নীল আকাশে
পাখির ডানায় ভর করে……
এক চিলতে আলোর কোন আধারে…।
তুমি অনেক দূরে নিয়ে যাও আমাকে
যেখানে সবুজ আছে
আছে জীবনের চরম আনন্দ,
এক গৃহবধু বসে থাকে
তার প্রিয় মানুষের তরে
সারা দিন ধরে,
রাতেরও পরে……
যেখানে বার বার ধুকে ধুকেও
বেঁচে থাকার আনন্দে মাতে
সব হারা অপ্সরিরা…।
আমাকে নিয়ে যাও…..
দু-হাত ভরা শিউলি ফুলের
মালাভরা তরুনীর কোন হাতের কাছে ।
আমি তোমার সাথে হারাতে চাই
দূর থেকে ঝাপসা হওয়া
সেই কুড়ে ঘরের কোণায়
জেলে থাকা কুপির আলোয়
মন মাতানো ভালোবাসায়….।
যেখানে স্বপ্ন গুলো
এলোপাথারি হয়েও দোল খেলে
কচি ধানের শিষে
তোমারও কি হারাতে ইচ্ছে করে
আমারই হাতটি ধরে
আমারই মত করে উজান মনে
আকুল তানে….
ভালোবাসার বহমানে….?
তবে চলেই আসো নিলীতা আমার
ভালোবাসা আজ তোমারই অপেক্ষয়
পিচঢালা পথ থেকে গ্রামের মেঠোপথে….।
সাঈদ চৌধুরী ( রচনাকাল : ২২/০১/২০১৪ ইং রাত ১১.৩০মিনিট)