Top today
হৃদয়পুরে দেশান্তরী-১৩
নদীর বুকে প্রবল জোয়ার ডুবলো আমার চর;
কেমন করে বাঁচাই সাধের ভালোবাসার ঘর ?
প্রাণপণে খুব আঁকড়ে আছি তোমার বুকের নাও;
তুমিই আমার শেষ ভরসা বন পলাশীর গাঁও !
নদীর বুকে প্রবল জোয়ার ডুবলো আমার চর;
কেমন করে বাঁচাই সাধের ভালোবাসার ঘর ?
প্রাণপণে খুব আঁকড়ে আছি তোমার বুকের নাও;
তুমিই আমার শেষ ভরসা বন পলাশীর গাঁও !