Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

“অকৃতকার্য ছাত্র”

: | : ২৪/০১/২০১৪

তোমরা ইতিহাসের অকৃতকার্য ছাত্র
তাই তো ভুলে যাও ইতিহাসের শিক্ষা।
পাতায় পাতায় স্বৈরাচারের অধঃপতনের সত্য কাহিনী
কাহারো হয়নি রক্ষা।
ক্ষমতার আরশে বসে যাহারা ভেবেছিল
এখানেই বুঝি তাহাদের চিরস্থায়ী আসন।
কাউকে পুছিবার গরজ নেই এতোটুকু
অহমের লম্বা জুব্বা বসন।
অকস্মাত্‍ একদিন ধুলোয় লুটোপুটি খায়
সেই দাম্ভিক স্বৈরাচার।
ক্ষমতাচুত্য হয়ে ভাগ্যে জোটে
লাথি উষ্ঠা গণ প্রহার।
তোমরা ইতিহাসের একেবারেই কাঁচা ছাত্র
তোমাদের স্মরণের পাতা জোয়ার ভাটার সৈকত।
ইতিহাসের শিক্ষায় শিক্ষিত হতে পারোনি
তাই তো মনোভাবে পতিত স্বৈরাচারের খাসিয়ত।

তোমাদের স্মরণ শক্তি এতো দুর্বল
ভুলে যাও নিকট অতীতের ইতিহাস।
তোমাদের স্মৃতি যেন ব্ল্যাক বোর্ড
ডাস্টারের একটানেই খালাশ।

আসলেই তোমরা ইতিহাসের অকৃতকার্য ছাত্র
গ্রেস দিয়েও উঠে না পাশ মার্ক।
অথচ তোমাদের পড়ার টেবিলে ইতিহাসের কত কিতাব
তবুও মার্কসিটে অকৃতকার্যতার লাল দাগ।

আম জনতা ইতিহাসের সেই শিক্ষক
রাগে দুঃখে হাতে তুলে নেয় তেল মাখা বেত।
অকৃতকার্য ছাত্রের পিঠের চামড়া তুলে
মিটায় তার জমে থাকা খেদ।
ওরে নির্বোধ গর্দভ ছাত্র
জলদি খুলো ইতিহাসের কিতাব।
আত্মস্থ কর প্রতিটি লাইন
যদি দেখ কৃতকার্য হওয়ার খোয়াব।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top