অনেক হয়েছে আর না………..(ইমো সম্বলিত)
অনেক হয়েছে
আর না 
কথা না বলে আর দুরে
যাস না 
সব অভিমান ছেড়ে দে
ছাড় না 
এত ডাকি মনে মনে, শুনতে কি
পাস না? 
সারাদিনই কথা কস দেখিতো, তুইতো
মরা লাশ না 
ভয় পাস কি আমায়? দেখ আমার হাতে ফুল,
বাঁশ না 
মন চায় সারাক্ষণই কথা কই, একটু কথা
কস না 
সব কাজ ফেলে আমার পাশে এসে, বসবি!!
বস না ।
স্বপ্নে কেন ভাসাবি তুই? আমি তো আর
হাঁস না 
ভালবাসি আমি তোরে? এটা কি তুই
চাস না 
সারাক্ষণই কি এত খাস বলতো? এত বেশী
খাস না 
ধীরে ধীরে জাম্বু হবি কিন্তু । জাম্ব তুই আর
হোস না 
চল হারিয়ে যাই অজানায় । কাছে আয়
আস না 
একাই আমি ভালবাসব? আমি তোর
দাস না 
ভালবাসাও বিনিময় চায়। বুঝেও তুই
বুঝিস না  ।
।
হেলা ফেলায় ভাংগবি ঘর? মজবুত, ঘরটা কিন্তু,
তাস না 
তুই তো মানুষ, মনের কথা বুঝবি, খাস তো আর
ঘাস না 
মনের আনন্দে হাসবো, গাইবো, নাচবো, তুইও সাথে
নাচ না 
সবুজের সজীবতায় ভরাব মন, যদিও আমি
গাছ না 
অথৈ জলে ভালবাসায় ভাসবো দুইজন, ভাসলেও আমরা কিন্তু
মাছ না 
সব কথার শেষ কথা, একটু ভালবাস আমায় প্লিজ
বাস না  
এই গরমে খাওয়াবো তোকে এক গ্লাস ঠান্ডা
রাসনা   ।
।
