Top today
কানা বগী
কানা বগী
একটি পায়ে বিলের ধারে
দাঁড়িয়ে সে চুপটি করে,
সুযোগ পেলেই ঝপাৎ করে
খেয়ে ফেলে মাছটি ধরে ।
কানা বগী বলে তাকে
আসলে কানা সে তো নয়,
নিষ্পলকে থাকে বলেই
লোকে তারে কানা বগ কয়।
কেহ বলে সে ধ্যানী বগ
সারাক্ষণ সে ধ্যানে থাকে,
মাছ ধরার দিকে সে ঠিক ই
সদাই, সূক্ষ্ণ নজর রাখে ।
ধ্যানী সাজা কৌশল একটি
কেহ সন্দেহ না করে,
বিপদের গন্ধ পেলেই সে
চুপিসারে কেটে পরে। ।