Top today
পরম ধন
তোর কাছেতে যে ধন হবে-
সবার চেয়ে দামি;
থাকতে সে ধন চিনবি না তুই
সেইতো তোর বোকামী।
মূল্যটাকে মূল্যহীনে,
বুঝবি তখন তাহায় বিনে;
তখন তাহায় লইবি চিনে-
কতকটা সে দামি।
থাকতে সে ধন বুঝবি নারে-
সেইতো তোর বোকামী।
থাকতে সে ধন চিনবি নারে-
চিনবিরে ধন গেলে।
অবর বেলায় খুঁজবি তারে-
আঁলোক মশাল জ্বেলে।
নিভবে মশাল দমকা হাওয়ায়,
পূর্নতা না পাইবি পাওয়ায়;
খুঁজবি তারে চোখের চাওয়ায়-
যখন যাবে চলে।
পূর্নতা তুই পা’বি তখন
আপন চোখের জলে।
দেখিস যাহা আমার কাছে
ভাবিস তাহাই আমার আছে !
আপন করে রাখলি না তাই-
তোর সে পরম ধন।
ধরে রাখতে চাইবি-
এলে ফুরিয়ে যাবার ক্ষণ।
Comments are closed.