Top today
বলতে পারিস ?
বলতে পারিস ও নদী তুই-
ধনুক দিয়ে দিয়ে মারতে চড়–ই,
মাছরাঙ্গা তার বেভুল দিক
যেতো কখন ভুলে ,
নেঙ্গটা দিনের’ বন্ধুরা সব –
হারজিতের সে মহাৎসব’
ঝাপিয়ে পড়ে ডুব দেয়া যে
নদীর অথৈ জলে,
কোথায় গেছে হারিয়ে যাওয়া
মায়ের দামাল ছেলে ?
নাগর দোলার মগডালে,
মধ্য দূপুর কোনকালে,
হারিয়ে যেতো দুরন্ত এক
ব্যস্ত কিশোর দিন,
নদীর উচু পারের তীর,
বাঁধতে বাসা দলপিপির,
ছানা ধরার দিনগুলিযে
আজো অমলিণ ,
ডমছে ক্ষনে মায়ের সনে
সজল সম্মূখীন ৷৷
বলতে পারো গাঁয়ের রাখাল-
সেসবের আজ বড়োই আকাল,
দারকানা আর চান্দা পুটির-
রুপোর ঝিলিক দিয়ে,
শাপলা-শালুক- কলমিলতা,
হারগিলে, বক, বুণোপাতা,
রোবট হয়ে হাসছে দেখো
লুঠ করে সব নিয়ে,
গঁয়ের মায়ের বুকের ধন আজ
ঘুম পাড়ানীর গেঁয়ে ৷৷