Top today
ভালোলাগা
টুংটাং টুংটাং শব্দ হচ্ছে
রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে।
ঝিকমিক ঝিকমিক বাতি জ্বলছে
আমার দু’টি চোখ তোমায় খুঁজছে।
চিকচিক চিকচিক বালি করছে
মাটিতে তোমার ছায়া এখন পড়ছে।
শনশন শনশন বাতাস বইছে
তোমাকে আমার ওগো ভালো লাগছে।।
টুংটাং টুংটাং শব্দ হচ্ছে
রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে।
ঝিকমিক ঝিকমিক বাতি জ্বলছে
আমার দু’টি চোখ তোমায় খুঁজছে।
চিকচিক চিকচিক বালি করছে
মাটিতে তোমার ছায়া এখন পড়ছে।
শনশন শনশন বাতাস বইছে
তোমাকে আমার ওগো ভালো লাগছে।।