Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রাণের বইমেলা

: | : ২৫/০১/২০১৪

 

বই মেলায় যাবো কি ?
হারাই যদি লোকের ভীরে,
যে বই দরকার পাবো কি ?
প্রকাশনীর ছোট্ট নীড়ে ।

বন্ধু হারালে পাবো কি ?
যে ছিল আমার সাথে ,
পথের শেষ পাবো কি ?
বিকাল শেষে সন্ধ্যা রাতে ।

গাড়ি খুঁজে পাবো কি ?
যে পথে যাবো আসবো
গিয়ে সেথায় খাবো কি ?
যা খেতে ভালো বাসবো ।

 

********* সমাপ্ত ********
তারিখ :   ২৪-০১-২০১৪ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top