Top today			
			প্রাণের বইমেলা
বই মেলায় যাবো কি ?
 হারাই যদি লোকের ভীরে,
 যে বই দরকার পাবো কি ?
 প্রকাশনীর ছোট্ট নীড়ে ।
বন্ধু হারালে পাবো কি ?
 যে ছিল আমার সাথে ,
 পথের শেষ পাবো কি ?
 বিকাল শেষে সন্ধ্যা রাতে ।
গাড়ি খুঁজে পাবো কি ?
 যে পথে যাবো আসবো
 গিয়ে সেথায় খাবো কি ?
 যা খেতে ভালো বাসবো ।
