ফ্যাশন রক্ষায় সময় চেয়ে আর্তি ।
জগতে মানসম্মান টেকানো দায়ের পর্যায়ে চলে গেছে । বাড় বাড়ন্ত পৃথিবীতে যেভাবে মানুষ হালের ফ্যাশনের উপর হুমড়ি খেয়ে পড়ছে তাতে বড় শংকায় আছি । সমস্ত রাষ্ট্র সমাজ ব্যবস্হায় কবে না অপাংওেয় হয়ে উঠি । দেশ সমাজ যেখানে নানান ফ্যাশন জ্বরে ভুগছে সেখানে নিজের এমন কুপমন্ডুক হয়ে পড়ে থাকা সমীচিন হবে না । তাই ভাবছি ভাড়া করে হলেও প্রেম করবো । ভাই অন্যায় কিছু ভাববেন না । মান সম্মান’তো টেকাতে হবে নাকি ? আজকাল চলনে ফ্যাশন, বলনে ফ্যাশন । ফ্যাশন আহার নিদ্রায় । ফ্যাশন আজ বাঙ্গালির সংস্কৃতিতে, ফ্যাশন ধর্ম কর্মে । কোথায় নেই ফ্যাশন । কি বিশ্বাস হচ্ছে না ? একটু চোখ খুললেই দেখবেন বাঙ্গালি সমাজের ফ্যাশন সচেতন হয়ে উঠার কি গলগর্দম চেষ্টা । শুরু থেকে শুরু করি । থার্টিফাস্ট নাইট দিয়ে আবাঙ্গাল বাঙ্গালির ফ্যাশন চর্চা শুরু । নানান বাদ্য বাজনায় মাঝরাত্রিতে হাউকাউ চিৎকার চেঁচামিচিতে শুরু , শেষ রাত্রিতে নতুন বৎসরের গলায় তরল গরল দিয়ে শেষ । তারপর বানিজ্যমেলা । না গেলে ইজ্জত থাকে না । তাই যেতেই হয় । বন্ধু বান্ধবী সমাজে এর একটা আবশ্যকতা আছে বটে । জানুয়ারী শেষ । ফেব্রূয়ারী শুরু । ভাষার মাস । ভাসানোরও মাস । তাই ভাসতে ভাসতে বই মেলায় যাই । আইসক্রিম ফুচকা খাই । ফ্যাশনও রক্ষা মেলাও সার্থক । ১৪’ ই ফেব্রূয়ারী এক অসম্ভব ফ্যাশনের দিনে সম্ভব সকল আয়োজন নিয়ে চিপা চাপায় গার্লফ্রেন্ডকে (কোথাও গার্লফ্রেন্ডস এবং বয়ফ্রেন্ডস) সময় না দিলে ঐতিহাসিক দিনের অমর্যাদা হয় । তাই সুবেহ সাদিক হতেই নেমে পড়তে হয় । নতুবা সময়ের ষড়যন্ত্রে সকলকে সান্নিধ্য দেয়া সম্ভব হয় না । কারো জন্মদিন কি মৃত্যুবার্ষিকী ফ্যাশন থেমে থাকে না । না রাস্তায় না পার্কে কোথাও হাঁটতে পারবেন না । ফ্যাশন রক্ষাকারীদের মিছিলে আপনাকে হোঁচট খেতেই হবে । স্বাধীনতা বিজয় দিবসের ফ্যাশন ক্যাপশনে গাল হস্ত যে পরিমানে অংকিত হয় তাতে দেশপ্রেমের আকুলতা ভেবে অস্হির হওয়ার কারন নেই । আরে ভাই সবই ফ্যাশন । বাঙ্গালির ফ্যাশন একেবারে পক্ষপাতিত্বহীন ফ্যাশন । তাই ঈদ কি পূজা , রোজা কি উপোস কোথাও ফ্যাশনের কমতি পাবেন না । নানান ভাবগাম্ভীর্যের দিনে নানান ফ্যাশনের যে উপচে পড়া ভিড় তাতে স্বর্গের কাছাকাছি এসে গেছেন ভাবলে আবারো ভুল করবেন । সবই ফ্যাশন ।
এবার বলি কেন বলছি ভাড়া করে হলেও প্রেম করবো । আরে ভাই এমন বয়সে গার্লফ্রেন্ড নাই একথা শুনলে ইজ্জত আর থাকে না । যেখানে ছোট ভাই ব্রাদাররা অবলীলায় দু’চারটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে সেখানে নিজের এমন বৈকল্য ইজ্জতের উপর এক বিরাট হুমকি । গার্লফ্রেন্ড নাই একথা বললে স্ট্যাটাস এক গোত্তায় মাটিতে ঠেকে । তাই ভাবছি ভাড়া করে হলেও প্রেম করবো । আজকাল কেউ কাউকে অত ঘাঁটতে যায় না । অত সময় কই মানুষের ? আর ঘাঁটলে একা আমার কেন বৃহৎ সমাজেরই ইজ্জত টিকবে বলে মনে হয় না । কেননা ফ্যাশন রক্ষার প্রেমকে ভালবাসা বলে চালিয়ে দেবার অভিযোগে আমি তুমি সবাই দোষী । সুতরাং কে কার বিচার করতে যায় ।
কতক বিনিময়ে কতক প্রেম কেনা যায় তার স্হির যোগ-বিয়োগ শেষ হলেই পত্রিকায় বিজ্ঞাপন দিব । সে পর্যন্ত আমাকে ফ্যাশন সমাজের বাইরে ফেলবেন না প্লিজ ।
………………..নিঃশব্দ নাগরিক ।