Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

(B-A-N-G-L-A-D-E-S-H) বাংলাদেশ

: | : ২৫/০১/২০১৪

রক্ত দিয়ে গড়া একটি স্বাধীন দেশ
নামটি তার বাংলাদেশ।
পাকিস্তানিদের হুংকার গর্জন
ধরাসায়ি,জনতার মহান অর্জন।
সোনালী স্বপ্ন,সোনালী ফসলের দেশ,
চির সবুজের প্রিয় দেশ বাংলাদেশ।।
পথিবীর বুকে প্রশংসিত স্বাধীন দেশ
পবিত্র বাসভূমি বাংলাদেশ।
অ‍দম্য দামালের অকাতরে তাজা প্রাণ দান
সোনালী রবির কিরণ বিচ্ছুরণ
মোদের অংকার,ঠাই মানচিত্রে একটি দেশ
লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশ।।
রক্ত দিয়ে গড়া একটি স্বাধীন দেশ
নামটি তার বাংলাদেশ।

রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চির সবুজ পবিত্র বাসভূমি -বাংলাদেশ
(B-A-N-G-L-A-D-E-S-H)
B: Blood -রক্ত
A: Achieve -অর্জন
N: Note worthy -স্মরণীয়
G: Golden -সোনালী
L: Land -ভূমি
A: Admirable –প্রশংসিত
D: Democratic -গণতান্ত্রিক
E: Ever Green -চির সবুজ
S: Sacred -পবিত্র
H: Habitation -বাসভূমি

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top