অপেক্ষায় আর থেকো না…………..
বলছি তোমায়
অপেক্ষায় থেকো না, মনে আর রেখো না।
ভুলে যাও, এখন কেনো মনে রাখতে চাও?
বার বার ডেকেছি কাছে, সেই কথা মনে কি আছে?
মনে মনে কত আশায় থেকেছি, তোমার জন্য সময় তুলে রেখেছি।
পিছু ফিরে তাকাওনি, দেখেও যেনো দেখোনি।
সময় কাটাতে চেয়েছি তুমা সাথ , তুমি দেখিয়েছ ব্যস্ততার অজুহাত।
সময় করেনি ক্ষমা , মনস্তাপ অন্তরে জমা।
কত যে হয়েছি অভিমানী, তৃষ্ণার্থ মন চেয়েছে একটু অনুরাগের পানি।
থেকেছো সদা আয়ের বশে, সুন্দর সময়ের সলিল করেছ ব্যস্ততার নাশে।
সময় চলে গেলো ক্রমে ক্রমে, মিথ্যার বাগানে চলেছি ভ্রমে।
নাও নি খবর, ঘুরে বেড়িয়েছ নগর থেকে নগর।
এখন বুঝি হয়ে গেছ ক্লান্ত, সময় কি করে দিয়েছে শ্রান্ত?
এখন তো আমার নেই সময়, নিজেকে নিয়েই থাকি তন্ময়।
ভালবেসে ফেলেছি একাকিত্ব, একাই হাসি একাই নয়নের জলে হই সিক্ত।
আমাকে নিয়ে আমি আছি বেশ, জলে ভাসিয়ে দিয়েছি সব ক্লেশ।
তোমার জন্য এখন আর সময় নেই, কিভাবে বল তোমাকে কথা দেই।
হাতে ফুল নিয়ে বসে থেকো না, অসময়ে আর কাছে ডেকো না।
তোমাকে নিয়ে তুমি ভালো থেকো, পারলে অবসরে আমাকে নিয়ে
ডায়রীর পাতায়
দুটো কথা লেখো।