কেউ কথা রাখেনি
চেয়ে দেখি সজনে ডালটা ঠিক আগের মতোই
মৃদু মন্দ বাতাসের ঝাঁক ছেঁড়া দ্বীপে নোঙর তুলে
কার জানি পথ চেয়ে বসে আছে
বড় কম সময় নয়; বেশ কয়েক যুগ তো হবেই !
সালাম, শফিউরের অতৃপ্ত আত্মারা এসেছিল কালও
আমি কোন সদুত্তর দিতে পারিনি
বলতে পারিনি আমি ভাল আছি
আমার পাণ্ডুর মুখ দেখে যা বুঝার তাঁরা বুঝে নেয়
অতঃপর এক সাগর পুঞ্জিভূত ক্ষোভ আর ঘৃণার
অকাল দীর্ঘ শ্বাস !
রাতের পর রাত, দিনের পর দিন কেঁদে কেঁদে হয়রান হই
কেউ শুনেনি, শোনার প্রয়োজনও বোধ করেনি
কেউ কথা রাখেনি, শুকুনিরা ব্যবচ্ছেদ করে আমার অন্তরাত্মা !
এখনও পীচ ঢালা কালো পথে শহীদের রক্তের ছোপ ছোপ দাগ
দুঃখিনী মায়ের চোখের জলে মুছে যায়নি ।
ফিবছর ৮ই ফাগুন নগ্ন পদ বিক্ষেপে
শহীদের বেদীতে তোমাদের পুষ্প দান আমায় পুলকিত করে
সভায় সভায় আশ্বাসের ফুলঝুরিতে আমার নিঃশ্বাস বেড়ে যায়
অতঃপর সব কিছু ভেঙ্গে যায়, স্বপ্ন গুলো ফিকে হয়ে আসে
চেতনার বহ্নি শিখা বিশ্বায়নের উদোম হাওয়ায় মিশে !