Top today			
			নাছোড় প্রেমিক
মেয়ে ফাইজলামী করো
ভুলতে কইলে ভুলে যাবো
কেমনে ভাবো?
দেওয়ানাই দেওয়ানা
ভুলতে কেমনে যে কওনা
সেটাই তো বুঝি না,
কি ভাবে ভুলবো বলো
তোমার সে দিনের সে নজর কাড়া 
দু’টি কিশোরী আঁখির কাতর চাহনি
শুধু আমায় মুগ্ধই করেনি 
হরণ করেছিলে মোর কিশোর হৃদয়খানি,
তাই তো তোমাকে পেতে গো প্রিয়া 
তোমার দিকে আর তাকাইনি ,
এক পলকে শুধুই নিয়েছি বুঝে
পেতে হলে তোমাকে 
পোঁড়াতে হবে অনেক কাঠ খড়
মণ্জ্ঞিল বহু দূর
যেতে হবে সু-দূর সুন্দরপুর ,
অনেক অনেক বড় হতে হবে
লেখা পড়া শিখে মানুষ হতে হবে
তোমার যোগ্য হয়ে 
তোমার কাছে আসতে হবে
তোমার কাছে চাইতে হবে -তোমাকে
হাত দু’টি ধরে বলতে হবে-
ফটো,
আই লাভ ইউ;
আজ তাই এসেছি প্রিয়া
লাল গোলাপ হাতে
তোমার দরজায়,
আজ আর কোনো কথা শুনবো না
কোনো অজুহাত মানবো না
ফিরে যাওয়ার প্রশ্নই আসে না,
ফিরে যেতে তো আসিনি
এসেছি প্রেমের দাবীতে
ভালবেসে তোমায় নিয়ে যেতে ,
আজ আর না করো না প্রিয়া 
আজ আর কোনো কথা শুনবো না;
তোমার জন্যে তো সবই করেছি প্রিয়া
সবই করেছি আমি
সর্বোচ্চ ডিগ্রী নিয়েছি
কর্পোরেট চাকুরী পেয়েছি
গাড়ী বাড়ী সবই করেছি
বাকি শুধু তুমি –
কিশোর মনের স্বপ্ন ওগো তুমি
এই জীবনের চাওয়া পাওয়া 
আশা আকাঙ্খা ভালবাসা
তুমিই শুধু তুমি,
আজ শুধু তোমাকেই চাই প্রিয়া
শুধু তোমাকেই চাই;
আজ তাই তোমার দরজায় এসেছি প্রিয়া
তোমার জন্যে এনেছি লাল গোলাপ 
এনেছি কালো হিরের আংটি
আর এনেছি অনেক বছর ধরে 
বিরহ দহনে জ্বালিয়ে পুঁড়িয়ে 
শত ভাগ খাটী করে সোনার হৃদয়,
আজ আর অভিমান নয় প্রিয়া
অভিমান নয় 
ফুল, আংটি, হৃদয়
সব কিছু আজ তোমারই’
হাত বাড়া ও লক্ষী আমার 
একবার অনুরাগে আজ
হাত দু’টি বাড়াও………………
কি!
হাত বাড়াবে না তুমি?
আমি ও নড়বো না এক পা
রেখো তুমি জানি,
অপমান আর বেদনার গ্লানি
তোমাকে পেলে সবই
জলবৎ তরলং মানি,
নাছোড় প্রেমিক আমি
ফুল হাতে কিয়ামত তক্
দাড়িয়ে রব তোমার দরজায়,
আর মরে যদি যায়
দু’টি ফুল দিও প্রিয়া 
হতভাগা ব্যার্থ প্রেমিকের সমাধির গায়।
