Top today
বুড়ির বাগান
আম বাগানে ঢিল ছুড়তেই
বুড়ি করে তাড়া,
লিচু গাছে বিছু আছে
কেমনে যায় তা পারা ।
কলা গাছে ঝুলা বাদুর
কচ কচিয়ে তা খায়,
পেয়ারা খে কাঠ বিড়ালী
আপন মনে সে গায় ।
বেলের বোঁটা শক্ত বড়
কামরঙ্গা হয় তো টক
তেতুল পারতে গেলে ই বুড়ি
করে শুধু বক্ বক্ ।
বুড়ির জ্বালায় বুড়া কবেই
গোরে গছে সোজা
বুড়ি সাথে চলে গেলে
বড়ই হতো মজা । ।